রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৫১ এএম

দরুদ পাঠে আত্মার শান্তি মেলে 

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১২:৫১ এএম

দরুদ পাঠে আত্মার শান্তি মেলে 

মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হলো প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করা। এটি এমন এক আমল, যা সরাসরি কোরআনের নির্দেশ এবং অসংখ্য সহিহ হাদিসের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা কোরআনে ইরশাদ করেছেন-নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ইমানদাররা! তোমরা নবীর ওপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। (সূরা আল-আহজাব: ৫৬)।

এ আয়াত থেকে স্পষ্ট হয়, দরুদ পাঠ করা শুধু নফল আমল নয়; বরং এটি একটি আল্লাহর সরাসরি হুকুম। যখন মহান আল্লাহ এবং ফেরেশতারা রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন, তখন একজন মুসলিমের জন্য এর গুরুত্ব কেমন হওয়া উচিত, তা সহজেই অনুমেয়।
রাসুলুল্লাহ (সা.) দরুদ পাঠের ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন এবং এর অগণিত ফজিলত বর্ণনা করেছেন। কিছু প্রধান ফজিলত হলো-

আল্লাহর রহমত লাভ:

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার ওপর দশবার রহমত পাঠাবেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৮৪)।

দোয়া কবুলের মাধ্যম:

প্রত্যেক দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে, যতক্ষণ না আমার ওপর দরুদ পাঠ করা হয়। যখন দরুদ পাঠ করা হয়, তখন দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। (তিরমিজি, হাদিস: ৪৮৬)।

গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি :

যে একবার আমার ওপর দরুদ পাঠ করবে, তার জন্য ১০ নেকি লেখা হবে, ১০ গুনাহ মাফ হবে এবং মর্যাদা ১০ ধাপ বৃদ্ধি পাবে। (সুনান নাসাঈ, হাদিস: ১২৯৭)।

কিয়ামতে নৈকট্য লাভ:

কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি, যে আমার ওপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে। (তিরমিজি, হাদিস: ৪৮৫)।

দুশ্চিন্তা ও কষ্ট দূর হয়:

উবাই ইবনে কা’ব (রা.) বলেন, তিনি নবী (সা.)-কে জিজ্ঞেস করলেন, যদি আমি আমার অধিকাংশ দোয়া দরুদে উৎসর্গ করি তবে কি হবে? রাসুল (সা.) বললেন, ‘তাহলে তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তোমার গুনাহ মাফ হয়ে যাবে। (তিরমিজি, হাদিস: ২৪৫৭)

অলসতা ও কৃপণতা থেকে বাঁচা:

রাসুল (সা.) বলেন, ‘কৃপণ সেই ব্যক্তি, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার ওপর দরুদ পাঠ করল না।’ (তিরমিজি, হাদিস: ৩৫৪৬)।

ফেরেশতাদের দরুদ:

রাসূল (সা.) বলেন, ‘যে আমার ওপর দরুদ পাঠ করে, ফেরেশতারা তার জন্য দরুদ পাঠ করে যতক্ষণ না সে দরুদ পাঠ করা শেষ করে।’ (মুসনাদ আহমাদ, হাদিস: ১০৭৪৪)।

আল্লাহর কাছে উপস্থাপন:

রাসুল (সা.) বলেন, ‘তোমরা যেখানে থাক না কেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়।’ (আবু দাউদ, হাদিস: ২০৪১)।

ভুলে যাওয়া থেকে মুক্তি:

হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি আমার ওপর দরুদ পাঠ করতে ভুলে যায়, সে জান্নাতের পথ হারিয়ে ফেলে।’ (সুনান ইবনে মাজাহ, হাদিস : ৯০৮)।

মহান পুরস্কারের ঘোষণা:

রাসুল (সা.) বলেন, ‘যে আমার ওপর দরুদ পাঠ করে, আল্লাহ তার জন্য একটি নাম নথিভুক্ত করেন এবং তা কিয়ামতের দিন তার পাল্লায় ওজনদার আমল হিসাবে থাকবে।’ (মুসনাদ আহমাদ)।

দরুদ পড়ার উপকারিতা ও ফজিলত

১. আল্লাহর রহমত নাজিল হয়।

২. জীবনে বরকত ও শান্তি আসে।

৩. দোয়া দ্রুত কবুল হয়।

৪. রাসুল (সা.)-এর ভালোবাসা ও সুপারিশ লাভ হয়।

৫. কবর উজ্জ্বল হয় এবং আজাব হালকা হয়।

৬. পাপমুক্তি লাভ হয়।

৭. হারানো সৌভাগ্য ফিরে আসে।

৮. মনোবল ও আত্মশান্তি বৃদ্ধি পায়।

৯. আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়।

১০. প্রতিটি দরুদে ১০ রহমত নাজিল হয়। (সহিহ মুসলিম, হাদিস: ৩৮৪)।

১১. মৃত ব্যক্তির জন্য দরুদ পাঠ করলে তার জন্য দোয়া হয়।

১২. মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়।

১৩. জীবনে আল্লাহর কাছ থেকে নিরাপত্তা ও আশীর্বাদ আসে।

১৪. কোনো বিপদে ও কষ্টে দরুদ পাঠের মাধ্যমে সাহায্যপ্রাপ্তি সহজ হয়।

১৫. জীবনের কঠিন মুহূর্তে সহায়তা ও সমাধান পাওয়া যায়।

পরিশেষে, দরুদ এমন এক বরকতময় ইবাদত, যা মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, সাফল্য ও মুক্তির পথ সুগম করে। দরুদ পাঠের মাধ্যমে দুনিয়ার ঝামেলা, মনোরম শান্তি এবং আখেরাতের সার্থকতা একসঙ্গে লাভ করা যায়। এটি শুধু একটি ইবাদত নয়, বরং আল্লাহর নির্দেশ এবং নবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম। নামাজের পর, কাজের ফাঁকে বা চলার পথে দরুদ পাঠ করলে জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয় এবং দোয়া দ্রুত কবুল হয়। পাপমুক্তি, বরকত, কবরের উজ্জ্বলতা এবং আজাবের হ্রাস, সবই দরুদের বিশেষ ফজিলত। তাই প্রতিটি মুসলিমের উচিত নিয়মিত ও বেশি পরিমাণে দরুদ পাঠ করা। এ হলো দুনিয়া ও আখেরাতের সফলতার চাবিকাঠি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!