রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:০৭ এএম

মোহময়ী রূপে নুসরাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:০৭ এএম

মোহময়ী রূপে নুসরাত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ তিনি। গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘তা-ব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে তার ‘চাঁদ মামা’ গানে তার রসায়ন আলোচনায় ছিল। এবার মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা ‘রক্তবীজ-২’ সিনেমার আইটেম গান। যেখানে পাওয়া গেছে আবেদনময়ী নুসরাতকে।

শিবপ্রসাদ-নন্দিতা জুটির নতুন সিনেমা ‘রক্তবীজ-২’। এ গানের ক্যাচলাইনের নেপথ্যে শিলাজিৎ হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া সেন। গেয়েছেন ‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে পরিচিতি পাওয়া শিল্পী শ্রেষ্ঠা দাস। 

সিনেমায় আছেন মিমি চক্রবর্তীও। টিজারে তার বিকিনি লুক নিয়ে আলোচনায় তিনি। মিমি ও নুসরাত ব্যক্তিজীবনের বন্ধু। তবে কি সিনেমাটি তাদের প্রতিযাগিতায় নামিয়ে দিল। মুক্তির পর গানটিতে নুসরাত জাহানের আবেদনময়ী পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে অন্তর্জালে। 

গানটি নিয়ে নুসরাত বলেন, ‘কাজটা খুব উপভোগ করেছি। ২০১১ সালে আমার প্রথম সিনেমা ‘শত্রু’ মুক্তি পেয়েছিল। সে সময় থেকে দেখছি, নায়িকাদের আইটেম সং নিয়ে দর্শকের আলাদা উত্তেজনা থাকে। আর ‘যোদ্ধা’ সিনেমায় প্রথম আইটেম সং-এ পা মিলিয়েছিলাম আমি। দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছিলাম। নাচ করতে আমি খুব ভালোবাসি।’

নুসরাত মনে করেন, অনেকে আইটেম গার্ল বার ডান্সার বোঝেন। এটা ঠিক নয়। নুসরাত মনে করেন, এটা নৃত্যশিল্পকে দেখা উচিত।

গানটিতে যুক্ত হওয়ার গল্প জানিয়ে তিনি বলেন, ‘আমার জন্মদিনে শিবুদা ফোন করে এ কাজের কথা বলেছিলেন। গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। জিনিয়া সেন নিজের লেখার মাধ্যমে ফুটিয়েছেন অনুপ্রবেশকারী এবং পুরো বিষয়টা। জিনিয়া, শিলাদা অসাধারণ গান তৈরি করেছেন। এই কথাগুলো এমনভাবে সাজিয়েছেন তারা, যা অনেক ভাবে ব্যবহার করা যায়।’ 

তবে নুসরাতের আইটেম গানটি যে সবাই খুব ভালোভাবে নিয়েছেন তা নয়, অন্তর্জালে অনেকেই গানটির সমালোচনা করেছেন।

উইন্ডোজ প্রডাকশন মানেই পারিবারিক সিনেমা। পরিবারের প্রেক্ষাপটের গুল্প বলা দুই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। কিন্তু সেই চেনা ছকের বাইরে বেরিয়ে একটু একটু করে নিজেদের সিনেমায় বিভিন্ন চমক আনছেন টালিউডের হিট দুই পরিচালক।

২০২৩ সালে প্রথম পূজায় আত্মপ্রকাশ হয় এই প্রযোজনা সংস্থার। শুধু তাই নয়, প্রথম থ্রিলার ঘরানার সিনেমাও। ওই বছর মুক্তি পায় ‘রক্তবীজ’। এই পূজায় বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘রক্তবীজ-২’। আর সেই সিনেমায় রয়েছে দ্বিগুণ চমক। যার কিছু ঝলক দেখে এরই মধ্যেই দর্শকের মধ্যে কৌতূহল বেড়েছে।

এ সিনেমায় নুসরাতের বহু প্রতীক্ষিত আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’, যা এরই মধ্যেই বেশ পছন্দ হয়েছে দর্শকের।

আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘রক্তবীজ-২’। এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় সিনেমার টিজার, যা দেখে সিনেমার প্রতি কৌতূহল বাড়ে দর্শকের। প্রথম পর্বের মতো এবারও অভিনয় করছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি, সীমা বিশ্বাস প্রমুখ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!