বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:৩৬ এএম

কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১২:৩৬ এএম

কিশোর-জীবনের ‘নিখোঁজ সংবাদ’

দুজনেই তখন সংগীতের নবীন মুখ। চোখজুড়ে অন্তহীন স্বপ্ন, আর হৃদয়ে নতুন কিছু সৃষ্টির অদম্য স্পৃহা। কথায় কথায় দুজন মিলে তৈরি করলেন ‘নিখোঁজ সংবাদ’। না, কেউ হারিয়ে যায়নি। এটি আসলে তাদের গান। ২০০৮ সালে প্রকাশিত কিশোর দাসের প্রথম একক অ্যালবামের টাইটেল গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। দেড় যুগের সেই গান সম্প্রতি পুনরায় নতুন আঙ্গিকে প্রকাশ করলেন কিশোর। আর ওমনি দুজন ফিরে গেলেন দেড় যুগ আগের স্মৃতিতে।

গানটির সঙ্গে জীবন-কিশোরের নানা স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। জীবন জানালেন, ২০০৬ সালে গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ। তবে প্রথমবার ভালোবাসা দিবসে তার গান আসে ২০০৮-এ, সেটা ‘নিখোঁজ সংবাদ’। এটি আবার তার লেখা প্রথম কোনো অ্যালবামের টাইটেল গান।

জীবনের ভাষ্য, ‘কিংবদন্তি গায়ক-সুরকার শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ দাদার সুরে গানটিতে কণ্ঠ দেন কিশোর দাস। সে সময়ে এটা ছিল আমার জন্য বিরাট এক প্রাপ্তি! মনে আছে, গানটি নিয়ে সাক্ষাতে-মোবাইলে আমার আর কিশোরের কত কত কথা, স্বপ্ন এবং প্রত্যাশা। মূলত তার চেষ্টাতেই আমার লেখাটি তখন কুমার বিশ্বজিৎ দাদার হাতে পৌঁছে এবং তার সুরে গান হয়ে ওঠে; এর জন্য কিশোরের কাছে আমি আজও কৃতজ্ঞ।’

অবশ্য গানটি যখন জীবন রচনা করেছিলেন, তখন জানতেন না এটিই কিশোরের অ্যালবামের টাইটেল গান হবে। যখন খবরটি শুনেছিলেন, আনন্দে উড়ে যায় রাতের ঘুম।

কিশোর দাসের মনেও নানা স্মৃতি, উচ্ছ্বাস। বললেন, ‘এটা আমার প্রথম অ্যালবামের গান, আবার এটিই কুমার বিশ্বজিৎ স্যারের সুর করা আমার জীবনের প্রথম গান। এই গানই বন্ধু রবিউল ইসলাম জীবনের লেখা আমার গাওয়া প্রথম গান। আমার জীবনের অনেকগুলো ‘প্রথম’ এই গানের হাত ধরে। তাই প্রায় ১৭ বছর পরে গানটি আবার নতুন অ্যারেঞ্জমেন্ট করে শ্রোতাদের সামনে আনলাম। আমার কাছে এ গান অনেক নষ্টালজিক একটা ব্যাপার।’ 

নতুন সংগীতায়োজনে গানটি কিশোরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!