লন্ডনে চিকিৎসাধীন খ্যাতিমান অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চন সপ্তাহে পাঁচ দিন থেরাপি নিচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও জামাতা আরিফুল ইসলাম।
জানা গেছে, ছয় মাসের বেশি সময় ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলছে এই অভিনেতার। লন্ডনে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে ইলিয়াস কাঞ্চন চিকিৎসা গ্রহণ করছেন।
নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে পূর্ব লন্ডনে তার সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শেষে আরিফুল ইসলাম জানান, শনিবার ও রোববার ছাড়া বাকি পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে ইলিয়াস কাঞ্চন টার্গেট রেডিওথেরাপি নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের এক সময়কার সহ-অভিনেত্রী সোনিয়া, যিনি এখন লন্ডনে থাকেন; নিয়মিত খোঁজ নিচ্ছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা ইলিয়াস কাঞ্চনকে বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাই।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন