ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৩:৪৭ এএম

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামে পারিবারিক কলহের জেরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বড় ভাই লুৎফুর রহমানকে (৭০) আটক করেছে পুলিশ। গত বুধবার এশার নামাজের সময় পূর্ব চরগাঁও মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান (৫৫) ওই গ্রামের মৃত কামরু মুন্সির ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন মজিবুর রহমান মসজিদে এশার নামাজ আদায় করতে গেলে, বড় ভাই লুৎফুর রহমান ধারালো অস্ত্র হাতে মসজিদে প্রবেশ করে তাকে মাথায় আঘাত করেন। এতে মজিবুর রহমান রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন।

স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ছোট ভাইকে মসজিদের মধ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। অভিযুক্ত লুৎফুর রহমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’