মৌলভীবাজারের কুলাউড়ায় সড়কে গাছের সঙ্গে পিক-আপের ধাক্কা লেগে কমলগঞ্জের সফল উদ্যোক্তা, নার্সারিমালিক, মাছের খামারি ও হোটেল ব্যবসায়ী আশিকুর রহমান আশিক (৪৬) এর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশিক শমশেরনগরে ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন, শাহীন নার্সারি, কুমিল্লা রেস্টুরেন্টের মালিক। তিনি কমলগঞ্জের পতন ঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশিক শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে একটি পিকাপে করে তার খামারের মাছ নিয়ে কুলাউড়ার দিকে আসছিলেন। মাঝপথে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :