এসএম হুমায়ুন কবির কর্তৃক ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বিষয়ে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে চন্ডিছড়া চা বাগানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুবিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে চন্ডিছড়া চা বাগানের শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সভা ও মানববন্ধন শেষে শ্রমিকরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এর আগে বুধবার একই দাবিতে জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে বিক্ষোভ করেন। শ্রমিকদের দাবি - মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে ক্ষতি হচ্ছে চা বাগানের। সেই সঙ্গে কোম্পানির এমডি ও বাগানের কর্মকর্তা থেকে শুরু করে শ্রমিকদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। মিথ্যা সংবাদ প্রচারকারীর শাস্তি কামনা করেছেন এ দুই বাগানের শ্রমিকরা।