ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সাঁকো ভেঙে যাওয়ার তিন মাসেও মেরামত হয়নি

শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:৪৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি বাজারসংলগ্ন ছড়ার ওপর নির্মিত কাঠের সাঁকোটি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বাঁশের চালির ধাক্কায় ভেঙে যাওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখনো তা মেরামত করা হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ আশপাশের ১০ গ্রামের হাজারো মানুষ।


জানা গেছে, স্বাধীনতার ৫২ বছর পরও ধোপাছড়ি ছড়ার ওপর এখনো কোনো স্থায়ী সেতু নির্মাণ হয়নি। বহুদিন ধরে এলাকাবাসী পাকা সেতুর দাবিতে আবেদন করলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে ২০২৩ সালের অক্টোবর মাসে উপজেলা পরিষদের ১০ লাখ টাকা বরাদ্দে ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়।


সাঁকোটি উদ্বোধনের পর পূর্ব ধোপাছড়ির শঙ্খের মুখ, ক্যাম্পপাড়া, শামুকছড়ি ও আশপাশের ১০ গ্রামের মানুষ ও যানবাহন এই সাঁকো ব্যবহার করে যাতায়াত শুরু করে। কিন্তু নির্মাণের এক বছরের মধ্যেই গত বছরের ১৩ অক্টোবর পাহাড়ি ঢলে ভেসে আসা একটি বিশাল বাঁশের চালির ধাক্কায় সাঁকোর ১০টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


পরে সাময়িক সংস্কার করা হলেও সাঁকোটি আবারও তিন মাস আগে মাঝখান থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। বর্তমানে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। জনগণ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করছেন, যা প্রতিনিয়ত প্রাণঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রবীণেরা আক্ষেপ করে বলেন, ‘ভোটের সময় জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরে কেউ কথা রাখেন না।’ এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সাঁকোটি মেরামত এবং একটি স্থায়ী সেতু নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক।