ঢাকার ধামরাইয়ে বিষাক্ত ও অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালোম গুচ্ছগ্রামের ভ্যানচালক আবুল কাশেমের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকার মৃত বাবলু কুজুর ছেলে বিপ্লব কুজুর (২৭) ও একই থানার হলদি বাথান গ্রামের ভুবন দালালের ছেলে সুধীর দালাল (৪৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গুচ্ছগ্রামের আবুল কাশেমের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছিল ওই দুজন। তারা ওই এলাকায় বিভিন্ন ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতার করে আসছিল। সেই সুবাদে প্রতিদিনই তারা মদ পান করত।
স্থানীয়রা বলছেন, ওই দুই যুবক যখন নিজেরা মদ তৈরি করতে না পারত তখন স্থানীয় মদ কারবাদিদের কাজ থেকে মদ সংগ্রহ করে তা পান করত। বিষাক্ত ও অতিরিক্ত মদ পানের জেরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৪টার যেকোনো সময় তাদের মৃত্যু হয়। এ বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘তারা দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে থাকছে। আদিবাসী হওয়ায় তারা প্রতিদিনই মদ পান করত। তাদের মানা করলেও তারা বিষয়টি গ্রাহ্য করত না। ’
ধামরাই থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’