ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীদের সংবর্ধনা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:০৪ এএম

জয়পুরহাট সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ১১৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার দুপুরে কলেজের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যাপক মো. গোলাম আজমের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী ইমরুল কায়েসসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকম-লী। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরাও অংশ নেন।