ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

হাতবোমা উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৬:০২ এএম

শরীয়তপুরের নড়িয়ায় ওমানপ্রবাসীর পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ হাতবোমা। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের একটি বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষে রাখা পাঁচটি বালতিতে অন্তত ৩০টি হাতবোমা পাওয়া যায়। বাড়ির মালিক মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানে অবস্থান করছেন। বাড়িটি ফাঁকা থাকায় পুলিশের সন্দেহের তালিকায় ছিল। পরে বিশেষ অভিযানে বোমাগুলো উদ্ধার করে বোমা নিষ্ক্রিয়কারী দল নিরাপদে সরিয়ে নেয়।