ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

পাহাড় কাটায় মামলা

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:১৬ এএম

পাহাড় কাটার অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমার বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেছেন পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পাহাড় কর্তনের ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’-এর ৬(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার আসামি সুদর্শন চাকমা বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের রূপকারী গ্রামের মৃত পূর্ণলাল চাকমার ছেলে। তিনি দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবীর জানান, পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে। তারা নিজেরাই মামলার তদন্ত করবেন।