কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর এলাকায় জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর ঝুলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তার বাড়ির লাকড়ির ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জেসমিন আক্তার একই এলাকার জাকির হোসেনের স্ত্রী। জেসমিন নিজেও একটি সিগারেট ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন। তার বাবার বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে। জেসমিনের বড় ছেলে সিয়াম (১৬) জানান, আমার মাকে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে আমরা পাইনি। তার শাশুড়ি জানান, সকালে রান্নার জন্য লাকড়ি ঘরের দরজা খুলে দেখি লাশ ঝুলে আছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি তদন্ত খোকন চন্দ্র সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন