‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’ স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ এই আয়োজন করে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন বিভিন্ন এলাকার নৃত্যশিল্পীরা। পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি পতœীতলার পরিচালক যোগেন্দ্র নাথ টপ্প্য।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন