ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নারী কেলেঙ্কারিতে চাকরি হারালেন সমন্বয়ক

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৭:২৪ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘কিক স্কলারশিপ প্রোগ্রাম’ প্রকল্পে চুক্তিভিত্তিক কোর্স ইন্সট্রাক্টর হিসেবে নিযুক্ত রহমত আলীকে বহিষ্কার করা হয়েছে। নারী শিক্ষার্থীদের অনৈতিক বার্তা পাঠানোর অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে প্রকল্পের পৃষ্ঠপোষক জার্মানভিত্তিক সংস্থাটি। তিনি কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

গত বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। পরদিন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

উপাচার্য বলেন, ‘তার (রহমত আলী) বিরুদ্ধে এক নারী শিক্ষার্থী লিখিত অভিযোগ করে। এরপরই সংস্থাটি তাকে পদ থেকে সরিয়ে নেয়। যেহেতু নিয়োগ, বেতন ও অন্যান্য বিষয় তাদের আওতাধীন, তাই সিদ্ধান্তটিও তারাই নিয়েছে। এখন তারা নতুন ইন্সট্রাক্টর নিয়োগ দেবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রহমত আলীর পাঠানো একাধিক অনৈতিক বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তিনি এক শিক্ষার্থীকে উদ্দেশ করে ব্যক্তিগত ও আপত্তিকর ভাষায় বার্তা পাঠাচ্ছেন। বার্তাগুলোতে তিনি প্রেম ও শারীরিক আকাক্সক্ষার বিষয় প্রকাশ করেন। এ ছাড়া, ক্লাস না নেওয়া এবং রাজনৈতিক কর্মকা-ে অতিমাত্রায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, রহমত নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকতেন এবং রাজনীতিতে বেশি সময় দিতেন। তেমন একজন শিক্ষার্থী মো. রাসেল বলেন, ‘তিনি নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইত, তখন আসতেন।’

এ বিষয়ে জানতে রহমত আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।