ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর

মুন্সিগঞ্জ (শ্রীনগর–সিরাজদীখান–লোউহজং) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:১৮ পিএম
শ্রীনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার বালাসুর বাজার জমিদার যদুনাথ রায়ের বাড়ির মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বিক্রমপুর জাদুঘর ও জমিদার যদুনাথ রায়ের বাড়িও পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মহীন উদ্দিন আহমেদ, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এবং শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান।

পূজামণ্ডপে আগতদের সঙ্গে আলাপকালে অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান যেকোনো প্রয়োজনে আইনি সহায়তার আশ্বাস দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্গাপূজায় শৃঙ্খলা বাহিনী সর্বদা নিরাপত্তা দিয়ে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’ 

পাশাপাশি যেকোনো সমস্যায় পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।