কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রিফায়াতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন: রবিউল পক্ষের বজলু সরদার (৫০), রেজাউল সরদার (৬৫), সুমন সরদার (৪৬), হেলাল সরদার (২০), সুন্দরী খাতুন (৬০) এবং গনি পক্ষের আব্দুল মজিদ বাহার (৫০), সুমন হোসেন (২৯), মনিরুল ইসলাম (৪০), আলম হোসেন লিংকন (২২), কাজল (২৭) ও বাদশা (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিদ্যালয়ে রবিউল ইসলামের নাতি মুন্না (১৫) এবং গনির নাতি মানিক (১৬) মধ্যে ঝগড়া হয়। ওই ঘটনার পর রোববার বিকেলে রবিউল গ্রুপ ও গনি গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের পর রাতে ঝাউদিয়া বাজারে বিএনপির একটি দলীয় অফিসও ভাঙচুর করা হয়।
জানাগেছে, দুপক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কারা অফিস ভেঙেছে তা কেউই জানেন না।
দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ জানান, গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের ১২ জন আহত হয়েছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিএনপির দলীয় অফিস ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।