ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

মাদকসহ তিন নারী মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:০২ এএম
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গতকাল বুধবার বেলা পৌনে ১১টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার সময় সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজারের সামনে ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. সাথী আক্তার (৩০), মো. আবু তালেব খানের স্ত্রী মোছা. আজেদা বেগম (৪৪) ও মো. আব্দুল খালেক এর স্ত্রী মোছা. শারমিন আক্তার (৩১)।

র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় র‌্যাব-১২ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলংগা থানার সাতটিকরী তালতলা বাজারের সামনে ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহনকালে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও তাদের সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ দিন ধরে তারা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় নিজ হেফাজতে রেখে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে। পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।