ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

নেপাল সফরে জয়ের লক্ষ্য জামালদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৩৫ এএম
জয়ের লক্ষ্য জামালদের

আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক দলে নাম থাকলেও চূড়ান্ত স্কোয়াডে নেই দেওয়ান হামজা চৌধুরী ও শমিত সোম। এ দুই প্রবাসী তারকা ফুটবলারকে ছাড়াই নেপাল সফরে গেল বাংলাদেশ দল। আগের দিন নেপালের বিপক্ষে দুই ম্যাচে না খেলার বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছিলেন, লেস্টার সিটির হয়ে খেলার সময় চোটে পড়েন হামজা। তাই হামজার এজেন্ট জানায়, চোট গুরুতর না হলেও তারা নিজেরাই চিন্তাভাবনা করে হামজার না খেলার সিদ্ধান্ত নেয়।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে লেস্টার সিটির ম্যাচে চোট পান হামজা। বার্মিংহামের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে পায়ে চোটের ৭২ মিনিটে মাঠ ছাড়েন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। চোট ও পরবর্তী ম্যাচ বিবেচনায় হামজাকে জাতীয় দলের হয়ে নেপালে না খেলতে নিরুৎসাহিত করে ক্লাব লেস্টার। অন্যদিকে, ক্লাবের ব্যস্ততা থাকায় নেপাল সফরে খেলছেন না কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম। গত ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন হামজা ও শমিত। ওই ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন। কেননা, তারা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই দলের হয়ে খেলছেন। তবে সিঙ্গাপুর ম্যাচের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। ফেসবুকের অফিসিয়াল পেজে নেপাল সফরের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলন না করে গতকাল নেপালের বিমান ধরে দল। ওই দিন দুপুর দেড়টায় ফ্লাইট ছিল তাদের। বিমানের ত্রুটি ধরা পড়ায় ভোগান্তিতে পড়েন নেপালগামী ফুটবলাররা। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে পরবর্তী নতুন ফ্লাইটের সময় নির্ধারণ করা হয় একই দিন সন্ধ্যা ৭টায়। বিমানবন্দরে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, নেপাল সফরে বেশ কিছু খেলোয়াড়কে মিস করবেন তারা। বিশেষ করে হামজা চৌধুরীকে। জামাল বলেন, ‘অবশ্যই পাঁচ-ছয় জন খেলোয়াড় না থাকায় আমরা তাদের মিস করব। বিশেষ করে হামজাকে। তার সঙ্গে আমার কথা হয়েছে। ওর একটা ছোট ইনজুরি হয়েছে। তবে বলেছেন, এটা সিরিয়াস কোনো ইনজুরি না। আমাকে বলেছেন, হংকং ম্যাচে আসবেন।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে নেপাল রয়েছে ১৭৪তম অবস্থানে আর বাংলাদেশ ১৮৪তম। র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নেপাল ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। নেপালকে শক্তিশালী দল উল্লেখ করলেও জেতার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামাল। তিনি বলেন, ‘জয় সম্ভব। আমার দিক থেকে বিশ^াস করি। যদিও আমরা জানি, নেপাল ভালো দল।’ জাতীয় দলে চূড়ান্ত স্কোয়াডে থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা পাননি অধিনায়ক জামাল। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে একাদশে জামালকে রাখেননি কোচ। এ জন্য নিজের মন খারাপ হওয়ারই কথা জামালের। ডেনমার্ক-প্রবাসী এই মিডফিল্ডার বলেন, ‘আমার খারাপ লাগছে, এশিয়ান কাপ বাছাইয়ের দুইটা ম্যাচে খেলি নাই। সর্বশেষ ম্যাচ ভুটানের সঙ্গে খেলেছি এবং সেই ম্যাচে আমরা জিতেছি। এটা অবশ্যই কোচের সিদ্ধান্তÑ কে খেলবেন, কে খেলবেন না। তবে আমি খেলতে চাই, সব ম্যাচ খেলতে চাই। নেপালের বিপক্ষে মাঠে নামতে পারলে সেরাটা দেব।’

‎বাংলাদেশ স্কোয়াড: গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন। ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন। ‎মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম। ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।