ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ঘরের চালায় ঢিল, চিৎকার করায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৩৪ এএম
নিহত গৃহবধূর মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি- সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ঘরে ঢুকে সৌদি প্রবাসীর স্ত্রী পাখি আক্তারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত পাখি আক্তার উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝেরকান্দি এলাকার সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাঝরাতে পাখির ঘরের চালায় দুর্বৃত্তরা ঢিল ছোড়ে। এতে তিনি চিৎকার করলে চার বছরের ছেলে আইজান ঘরের দরজা খোলে। সেই সুযোগে ভেতরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা এবং কুপিয়ে হত্যা করে পাখি আক্তারকে।

পরে ছোট্ট আইজান কৌশলে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। প্রতিবেশীরা এসে নিহতের মরদেহ দেখে পুলিশে খবর দেন।

প্রতিবেশীরা জানান, পাখি আক্তার প্রায়ই একা থাকতেন। মাঝরাতে তার ঘরের চালায় অজ্ঞাতরা ঢিল ছোড়ার ঘটনা ঘটত। বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানালেও কোনো সমাধান হয়নি। কে বা কারা এসব করত তা শনাক্ত করা যায়নি।

কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় দুর্বৃত্তরা মুহূর্তেই প্রবেশ করে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি এবং জড়িতদের শনাক্ত করে ধরতে চেষ্টা চলছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।