ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ছেলেকে নিয়ে গর্বিত তোবিয়াস আন্দ্রাদার মা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:১৭ পিএম
ছবি- সংগৃহীত

চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও রানার্সআপ হওয়া দিয়েগো প্লাসেন্টের কোচিংয়ে গড়া আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে এক অন্যরকম গর্বের ঢেউ। 

অপরাজিত থেকে ফাইনালে ওঠা আর্জেন্টিনা ২-০ গোলে মরক্কোর কাছে পরাজিত হলেও তাদের এই আসরের যাত্রা যেন পরাজয়ের ঊর্ধ্বে উঠে এক নতুন শিক্ষাই দিচ্ছে—গর্বের সঙ্গে পথচলা।

পুরো টুর্নামেন্টে ১৫ গোল করে এবং ফাইনালে মাত্র ২টি গোল হজম করে আর্জেন্টিনা প্রমাণ করেছিল তাদের সামর্থ্য। আলেহো সারকোর মতো খেলোয়াড়রা ছিলেন দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। 

কিন্তু শিরোপার কাছে এসে থেমে গেলেও খেলোয়াড়দের প্রচেষ্টা ও আত্মত্যাগ স্পর্শ করেছে পুরো দেশকে।

এই আবেগময় মুহূর্তে সবচেয়ে বেশি প্রশংসা কুড়াচ্ছে খেলোয়াড় তোবিয়াস আন্দ্রাদার পরিবারের গভীর অনুভূতি। ফাইনাল শেষে ইএসপিএনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আন্দ্রাদার মা অশ্রুসিক্ত কণ্ঠে যে মন্তব্যটি করেছেন, তা এখন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের হৃদয়ে গেঁথে গেছে।

তিনি বলেন, “আজ আমার ছেলে বলেছিল, ‘মা, ঈশ্বর চাইলে মা দিবসে তোমাকে সেরা উপহারটা দেব।’ আমি বলেছি, ‘তুমি ইতোমধ্যেই সেটা দিয়েছ। ট্রফির প্রয়োজন নেই।’ কারণ আমি জানি সে এখানে পৌঁছাতে কতটা ত্যাগ করেছে। মাঠে সে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলেছে।”