ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচন

নতুন সভাপতি মিঠুন না শাহেদ?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৫ এএম
নির্বাচন

প্রায় এক যুগ পর আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির একাডেমি ভবনের সামনে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মূলত ভোট হবে সভাপতি পদে। এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

সভাপতি পদে লড়বেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। এই ভোট ঘিরে সবার মধ্যে রোমাঞ্চ কাজ করছে। জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ভোট প্রদান করবেন। চূড়ান্ত ভোটার তালিকায় আছেন ২১৫ জন ক্রিকেটার। এক বছরের বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। গত বছরের অক্টোবরের পর জাতীয় দলের হয়েও আর খেলেননি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর এখনো নেননি তিনি। তাই ক্রিকেটারদের নির্বাচনে সাকিব ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনার নাসির জানান, ‘এখনো ভোটার তালিকায় (সাকিব আল হাসানের) নাম আছে? এটা তো ২১৫ জনের যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে থাকা সবাই ভোট দিতে পারবে।’ তিনি আরও বলেন, ‘কালকে (বৃহস্পতিবার) দেড়টায় আমাদের এজিএম শুরু হবে। এরপর লাঞ্চ। ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অনলাইনের ক্ষেত্রেও একই সময়।’