ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়নে সাপের কামড়ে আফিয়া জান্নাত (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ওসি এ কে এম নাজমুল কাদের।
জানা যায়, সদর উপজেলার আখানগর ইউনিয়নের উত্তর ঝাড়গাঁও ফেলানপুর গ্রামের আসাদুজ্জামান গত মঙ্গলবার রাতে সপরিবারে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আসাদুজ্জামানের ৪ বছর বয়সের কন্যাশিশুকে সাপে কামড় দেয়। প্রায় আধা ঘণ্টা পর সে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন দাগ দেখে তাকে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক এন্টিভেনাম নেই বলে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১টার দিকে রাস্তায় শিশুটির মৃত্যু হয়।
স্বজনদের অভিযোগ, সময়মতো ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পৌঁছলেও এন্টিভেনাম না থাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি। কাজেই চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে।