ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হলেও অর্ধশতাধিক আসন শূন্য রয়ে গেছে। এসব আসনে নতুন করে ভর্তি দেওয়া হবে কি না- তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত মাসের শেষ সপ্তাহে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফল প্রকাশ করা হয়। একইসঙ্গে শূন্য আসনের জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীদের বিভাগ মনোনয়ন প্রকাশ করে ভর্তি ওয়েবসাইটে। এরপর ২২ ও ২৫ আগস্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।
তবুও প্রায় ৬০ থেকে ৮০টি আসন খালি থেকে যায়। এর মধ্যে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কয়েকটি বিভাগে ভর্তিযোগ্য শিক্ষার্থীই পাওয়া যায়নি। অন্য বিভাগে ভর্তিযোগ্য শিক্ষার্থী থাকলেও ক্লাস শুরু হয়ে যাওয়ায় আর নতুন মেধাতালিকা প্রকাশ করা হবে কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানান, কিছু আসন শূন্য থাকলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কতটি আসন শূন্য আছে, তা বিভাগগুলোর রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে। তবে আগের দুই-তিন বছরের তুলনায় এবার ভর্তির হার সন্তোষজনক।