জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা বিএনপি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বর্নি ইউনিয়নের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ও বিভিন্ন বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অলিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। শেখ সালাউদ্দিন আহমেদ জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নির্দেশে তারা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সাধারণ জনগণের কাছে বিএনপির নির্বাচনি ইশতেহার পৌঁছে দিচ্ছেন। তিনি বলেন, ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন