চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আরহাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরহাম পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ফাতেমা বাপের বাড়ি এলাকার মো. মহিউদ্দিনের দ্বিতীয় ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর থেকে আরহামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাড়ির সামনের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখে স্থানীয়রা।পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরহামের পিতা মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন