ময়মনসিংহের সদরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসামাজিক কাজের সময় নারীসহ নাজিম উদ্দিন নিজু নামে এক গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সিরতা ইউনিয়ন পরিষদের একটি কক্ষ থেকে তাদের আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। গ্রেপ্তার নাজিম উদ্দিন নিজু সিরতা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ এবং একই ইউনিয়নের মৃত হামেদ আলীর ছেলে। স্থানীয়রা বলেন, গত বুধবার রাতে এক নারী ইউনিয়ন পরিষদের দোতলায় উঠে যায়। ঘটনাটি আশপাশের লোকজন টের পেয়ে কিছুক্ষণ পর কয়েকজন সেখানে গিয়ে দেখেন কক্ষের ভেতরে নাজিমুদ্দিন এবং ওই নারী অসামাজিক কাজে লিপ্ত। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।