ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:৪৪ এএম

সুনামগঞ্জে জাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জাদুকাটা নদীর ইজারাদার কর্তৃপক্ষ। লিখিত বক্তব্যে ইজারাদার নাসির মিয়া বলেন, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে টেন্ডারে অংশ নিয়ে তারা জাদুকাটা-১ ও জাদুকাটা-২ বালু মহালের ইজারা পান। তারা প্রায় ১০৭ কোটি টাকা রাজস্ব প্রদান করেছেন। তবে ইজারা পাওয়ার পর প্রতিপক্ষ তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করে হয়রানি করছে। প্রতিপক্ষ মহল জাদুকাটা নদীর লাউড় অংশে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ অবস্থায় নদীর পাড় রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।