ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ভ্রাম্যমাণ চেকপোস্ট

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:৪৫ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর পরিচালনায় ভ্রাম্যমাণ চেকপোস্টে নিয়ম লঙ্ঘনের কারণে ৭টি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের উপজেলার চরকুমিরা চৌরাস্তায় ভ্রাম্যমাণ চেকপোস্টে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আব্দুল আজিজ ও  ট্রাফিক বিভাগের টিআই মোশাররফ হোসেন।‎ ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ১২০টি যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেসব চালকরা নিয়ম লঙ্ঘন করেন, তাদের মধ্যে ৭টি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করে থানায় থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।