ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সিরাত সেমিনার

দুমকি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:৪৫ এএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (প্রবিপ্রবি) গ্রিন ফোরামের উদ্যোগে জ্ঞান অর্জনে রাসুল (সা.) নির্দেশিত পদ্ধতি বিষয়ে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন ও ইসলামী আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্লাহ। এ সময় তিনি জ্ঞান অর্জনে রাসুল (সা.) নির্দেশিত পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ মো. আব্দুল লতিফ। উপস্থাপনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার এবং গ্রিন ফোরামের সাধারণ সম্পাদক পবিপ্রবি অধ্যাপক ড. আব্দুল মাসুদ। আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি সভাপতি মো. জান্নাতীন নাঈম জীবন, সাধারণ সম্পাদক মো. সুলায়মান বান্নাসহ শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।