ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জুয়াড়ি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৩২ এএম

গাজীপুরের জয়দেবপুরে জুয়ার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাইজানুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সাগর হোসেন, আজিজুল হক, মফিজুল ইসলাম, কামাল হাসান, হেলাল উদ্দিন, কমল রায়, নুরুল ইসলাম, মোস্তফা ও আবুল কালাম। তারা স্থানীয় ও ভাড়াটিয়া বাসিন্দা বলে জানা গেছে। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাইজানুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫২টি তাস ও ৩৮ হাজার ৬৯০ টাকা জব্দ করাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে, যা তাদের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।