ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৩৪ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইমন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গত মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদ (৬৫)। তারা দুজনই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা।

পিবিআই জানায়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজারের মারুয়াদী বাজার এলাকায় অটোরিকশা চুরির অভিযোগে এমরান নামের এক যুবককে আটক করা হয়। খবর পেয়ে বাদী সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন এবং দুই দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।