সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির ৪৮ ব্যাটালিয়ন। গত বুধবার বিভাগের প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বর্ডার আউট পোস্টের (বিওপি) সদস্যরা পৃথক এসব অভিযান পরিচালনা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পেঁয়াজ, বিড়ি, আপেল, জলপাই তেল, সাবান, চিনি, মালটা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও জব্দ করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। এ সময় চোরাই পণ্য পরিবহনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।