পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল ও অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে স্টোর দুটির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু। এদিন বেলা সাড়ে ১০টায় অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ১টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে এই স্টোর উন্মুক্ত করা হয়। এ সময় হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মলয় কুমার দেব এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।