ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বউ-শাশুড়ি মেলা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০১:১৯ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘বউ-শাশুড়ি মেলা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নুনখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়। ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখার এসআরএমএনসিএইচ প্রকল্পের উদ্যোগে ও ইউএনএফপিএ’র অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোজাম্মেল হক।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী পরিচালক মেজবাহ উদ্দিন, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী, ইউএনএফপিএ ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান সরকার, জাপাইগোর ডা. সুমাশ্রী রায়, প্রজেক্ট অফিসার বাদল এক্কা, সেক মো. রঞ্জু মিয়া, শিক্ষক রিয়াজুল ইসলাম ও এফপিআই জহাঙ্গীর আলম। মেলায় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। তাদের মাতৃ ও শিশুস্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক প্রসব, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসব-পূর্ব ও পরবর্তী যতœ সম্পর্কে সচেতন করা হয়। এ ছাড়া জরায়ুমুখ পরীক্ষা ও প্যাথলজিক্যাল টেস্টের গুরুত্ব সম্পর্কেও জানানো হয়।