খুলনার পাইকগাছায় বিয়ের দাবিতে নানিকে সঙ্গে নিয়ে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন প্রেমিকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার সব বয়সের মানুষ বর্তমানে প্রেমিক সোহানের বাড়িতে ভিড় করছেন।
এদিকে বিয়ের দাবিতে প্রেমিকা প্রেমিক সোহানের বাড়িতে পৌঁছালে সে পালিয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রাড়ুলি ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শ্রীকণ্ঠপুর গ্রামের মৃত জলিল গাজীর ছেলে সোহান গাজীর একই উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের রতনার (ছদ্মনাম) সঙ্গে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এরই মধ্যে বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে প্রেমিক সোহান। তবে সম্প্রতি রতনাকে বিয়ে করতে অস্বীকার করে সোহান। একপর্যায়ে সোহান বিভিন্ন অজুহাতে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করলে উপায়ান্তর না পেয়ে বুধবার সন্ধ্যায় নানিকে সঙ্গে নিয়ে প্রেমিক সোহানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন।
জানতে চাইলে প্রেমিকা রতনা জানান, বিয়ে করার আশ্বাসে সোহান আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু সে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না। যদি সোহান তাকে বিয়ে না করে তাহলে সোহানের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করবে।
এ বিষয়ে সোহানের সঙ্গে যোগযোগ করা হলে তার ফোন বন্ধ পওয়া যায়। এ ছাড়া সে পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সোহানের পরিবারের সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, ওই মেয়ের (রতনা) সম্পর্কে আমাদের সোহেল আগে থেকে কিছুই তাদের জানায়নি, এ কারণে তারা বিয়ে মেনে নেবেন না।