নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ঘোড়াশাল রেলওয়ে ফ্লাগ স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দে’র ছেলে। সে প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করতো। ঘোড়াশাল রেলওয়ে ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা আব্দুল খালেক ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কা লেগে রেললাইন থেকে ছিঁটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন