ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফ্রি মেডিকেল ক্যাম্প

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০১:২০ এএম

কিশোরগঞ্জের তাড়াইলে অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও দারুস সালাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবাবঞ্চিত এলাকার সাধারণ মানুষের জন্য আয়োজন করা এই ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম ও বাতব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় বিনা মূল্যে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতের আমীর হাবিবুর রহমান ভূয়া, তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি আলমগীর হোসাইন, দিগদাইড় ইউনিয়ন জামায়াতের সভাপতি শরিফুল ইসলাম, রাউতি ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ এবং কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।