চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৯৭৮ জন হাজি বাড়ি ভাড়ার খরচ কমে যাওয়ায় মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত পাচ্ছেন।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্রায় ৫ হাজার হাজির মধ্যে ৪৯৭৮ জনের খরচের কিছু অংশ বেঁচে গেছে। এই অর্থ তাদের অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।
তিনি আরও জানান, ২০২৬ সালের হজ ব্যয় আরও কমিয়ে আনতে পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে চলতি বছরের নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে পরবর্তী হজ চুক্তি স্বাক্ষর করা হবে।
ড. খালিদ হোসেন বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা, নিরাপত্তা ও সম্মানজনক অভিজ্ঞতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ব্যয় কমানোর পাশাপাশি সেবার মান বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হজ কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজ অফিসের বুলেটিন অনুসারে, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত জটিলতা ও অন্যান্য শারীরিক অসুস্থতাকে দায়ী করা হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশ নেন। হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে, শেষ ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ৩১ মে। আর মূল হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।
আপনার মতামত লিখুন :