শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:৪৮ এএম

আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:৪৮ এএম

আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে। আমরা দেখেছি, জুলাই অভ্যুত্থানে, আপনাদের কত কোটি মানুষ আছে। অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। ইনসাফ, ন্যায় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে।’
গতকাল শুক্রবার বিকেলে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি। সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। আমরা চাই, পুলিশ নিরপেক্ষভাবে জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ কোনো দলের অনুসারী হবে না। সরকারি দলের অনুসারীও হবে না। আমরা চাইÑ আমলাতন্ত্র, প্রশাসন কোনো দলের অনুসারী হবে না। কোনো সরকারি দলের নেতার ওপর নির্ভর করবে না। তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী প্রমোশন নির্ভর করবে।’
সেনাবাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা চাই, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষাব্যবস্থা জোরদার করবে। আমরা চাই না সেনাবাহিনীর অফিসারেরা গুমের সঙ্গে জড়িত হোক। আমরা চাই না সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে তারা কলঙ্কিত বা কালিমাযুক্ত করবে। আমরা এই কলঙ্ক দূর করতে চাই। আমরা ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করব।’
নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবার সেই অন্ধকারেই চলে যাবে। কিন্তু এনসিপি সেই অন্ধকার আসতে দেবে না। আমরা ইনসাফভিত্তিক ন্যায়ের অর্থনীতি ও বাংলাদেশপন্থি রাজনীতি গড়ে তুলব।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশের সবচেয়ে বেশি ভেঙে পড়া প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’ তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হবে। আমরা চাই, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তাদের পদোন্নতি হবে। সেনাবাহিনী দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করবে।’
এর আগে শহরের রেলগেট এলাকার মডেল মসজিদে জুমার নামাজ শেষে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি পদযাত্রা শুরু হয়। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ মুখর হয়ে ওঠে। কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানে পথসভা হয়।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আতাউল্লাহ প্রমুখ।

কর্মীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না: বিএনপির উদ্দেশে হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাই সনদ নিয়ে সরকার ভাবছে, বিএনপি নাকি বিবেচনা করছে। বিবেচনা করার কথা কার, আর করছে কে? লেজ কুকুরকে নাড়ানোর মতো বিষয়।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, আমরা বলব, আপনারা আপনাদের কর্মীদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না।
গতকাল শুক্রবার দুপুরে যশোর শহরের একটি হোটেলের সভাকক্ষে জুলাই শহিদ পরিবার ও আহতের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘দেশ বাঁচাতে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল দুপুরে ১২টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আবারও একটা পাতানো নির্বাচন ও ফলাফল ঘোষণার দিকে হাঁটছে নির্বাচন কমিশন। মনে রাখবেন, ছাত্রদের রক্তের ওপর দিয়ে আপনারা কমিশনে বসেছেন। বিএনপিপন্থি বা এনসিপিপন্থি নির্বাচন কমিশন আমরা চাই না। আমরা বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন চাই।’
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘দর্শক সারিতে বসে অনেকে খেলা নিয়ন্ত্রণ করতে চায়। খেলতে হলে মাঠে আসেন। কোচ বা রেফারিÑ কেউ খেলোয়াড়ের ভূমিকায় খেলতে পারবে না। মাঠের বাইরে থেকে কেউ ফাউল করতে চাইলে শেখ হাসিনা, নূরুল হুদা, ফারজানা রুপাদের মতো অবস্থা হবে।’
স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগে কোনো পরিবর্তন আসেনি। সব আগের মতোই চলছে। পরিবর্তন হলে চিকিৎসা পাওয়া নিয়ে জুলাই আহতদের আজ এত অভিযোগ থাকত না। ৫ আগস্টের পরেও স্বাস্থ্য উপদেষ্টা কয়েকবার বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন। মাসে মাসে রাষ্ট্রের টাকায় বেতন নিচ্ছেন।’
তিনি বলেন, ‘আমলাদের সন্তানেরা যদি এ দেশে পড়ত, তাহলে শিক্ষাব্যবস্থা ঠিক হতো। স্বাস্থ্য উপদেষ্টা দেশের হাসপাতালে চিকিৎসা নিলে স্বাস্থ্য বিভাগ ভালো থাকত। যোগাযোগ উপদেষ্টা ও কর্মকর্তারা গণপরিবহনে চড়লে যোগাযোগব্যবস্থা ঠিক হতো। নতুন বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থেকে এসব বাস্তবায়ন করতে হবে।’
দক্ষিণের মুখ্য সংগঠক বলেন, ‘এখন বলা হচ্ছে, ৩২ ভাঙাটা মব ছিল। কিছুদিন পরে বলবে ৫ আগস্টও মব ছিল। তারপরে যশোরে হোটেল জাবিরের মামলায় সবাইকে জঙ্গি বানানো হবে। এ জন্য ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই ঘোষণা দেওয়া হবে। সেখানে সবাই আসুন।’
তিনি আরও বলেন, ‘পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন ঠেকাতে অনেক দল ঐক্যবদ্ধ হচ্ছে। তারা সংস্কার আর বিচার চায় না, শুধু নির্বাচন চায়। কিন্তু আমরা সংস্কার, বিচার ও নির্বাচনÑ একটি প্যাকেজেই সব চাই। একটি প্যাকেজে সবই হতে হবে। আমরা প্যাকেজ আকারে সব চাই।’
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, জুলাই ঘোষণা সনদ দিতে হবে। সংবিধানটা এমনভাবে বানাতে হবে, যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। 
এনসিপি নেতা ডা. তাসনিম জারা বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য সেল গঠন করা হবে। যেখানে ৬৪ জেলার প্রতিনিধি থাকবে। আপনারা এখন বুঝতে পারছেন না যে হাসপাতালে কার কাছে গিয়ে বলবেন যে আপনি জুলাই আহত। ওই সেল গঠন হলে তখন বলতে পারবেন।’
সভায় গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা অভিযোগ করে বলেন, তারা ঠিকমতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। যশোরে কোনো রাজনৈতিক দল তাদের খোঁজ-খবর নেয় না। এমনকি এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ তাদের খোঁজ নেননি। এ সময় তারা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার দাবি করেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!