লর্ডস টেস্টের তৃতীয় দিনে ব্যাটে-বলে রাজত্ব করছিল ভারত। কিন্তু প্রথম সেশনের একেবারে শেষ বলে ঋষভ পন্তের রান আউটের পর দিনের দ্বিতীয় সেশনে শতকের দেখা পেলেন রাহুল।
এ দিন প্রথম সেশনে ২২.৩ ওভারে ১০৩ রান তুলে আত্মবিশ্বাসের সাথে এগোচ্ছিল সফরকারী দল। পন্তের ইনিংসটা আরও বড় হতো, যদি লাঞ্চের আগের ওভারে প্যান্ট নিজের উইকেট বিলিয়ে না দিতেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান।
লাঞ্চের আগের ওভারে বেন স্টোকসের থ্রো সরাসরি উইকেট ভেঙে দেয়। প্যান্টের ইনজুরির বিষয়টি মাথায় রেখেই স্টোকস নিজেকে ঘুরিয়ে ব্যাটসম্যানের প্রান্তের বদলে নন-স্ট্রাইক প্রান্তে থ্রো করেন।
উইকেট ভাঙার পর উদযাপন ছিল রীতিমতো ক্ষোভ-মিশ্রিত। আউট হওয়ার পর মুখে ক্যাপ এনে কী যেন বলছিলেন স্টোকস— সম্ভবত ক্যামেরার চোখ এড়াতে চেয়েছিলেন।

পন্ত যদিও আঙুলে চোট নিয়েই খেলছিলেন, কিন্তু তা তার ব্যাটিংয়ে আক্রমণাত্মক মানসিকতায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথম ওভারেই জোফরা আর্চারকে সামনে এগিয়ে এসে খেলেন।
আউট হওয়ার আগে ১১২ বলে ৮ চার ২ ছক্কায় ৭৪ রান সংগ্রহ করেন ঋষভ।
অপরদিকে, কে এল রাহুল ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে। ১৭৬ বলে তুলে নিলেন শতক।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন