রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১০:০৬ এএম

কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১০:০৬ এএম

কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন

বাংলাদেশের ক্রিকেটে দুর্দিন যাচ্ছে। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিÑ কোনো ফরম্যাটের ক্রিকেটেই ভালো করতে পারছে না বাংলাদেশ। তিন ফরম্যাটের ক্রিকেটই ব্যাটিং ঘিরে দিনে দিনে উদ্বেগ বাড়ছে না। বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার কারণে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়েও এখন নানা রকমের প্রশ্ন উঠছে। বিসিবি সূত্রে জানা গেছে, ব্যাটিংয়ের উন্নতির জন্য বিশেষজ্ঞ খুঁজছে বাংলাদেশ। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।
বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের সময় বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু হয় এই দেশি কোচের। ওই সফরে ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন সালাউদ্দিন। ব্যাটিং কোচ হিসেবে দেশে জনপ্রিয় হওয়ায় তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে। কিন্তু তার অধীনে টানা সিরিজ এবং টুর্নামেন্টে বেশির ভাগ ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানরা শুধুই হতাশার গল্প রচনা করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন সালাউদ্দিন। বর্তমানে শ্রীলঙ্কা সিরিজেও একই ভূমিকায় আছেন তিনি। কিন্তু তার অধীনে ব্যাটিংয়ে ধারাবাহিক সফলতা পাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের ছন্দছাড়া ব্যাটিংয়ের কারণে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সালাউদ্দিনকেও।
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করেছিল বাংলাদেশ। এই ম্যাচে ব্যাটিংয়ে নজর কাড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমরা। তবে পরের টেস্টেই ব্যাটিং ব্যর্থতা দেখা যায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সেই ব্যর্থতার ছাপ রাখেন ব্যাটসম্যানরা। ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ফর্মহীন লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও সুখকর হয়নি বাংলাদেশের। এমন অবস্থায় ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছেই। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কৌশল প্রণয়ন এবং পরিস্থিতি অনুসারে কার্যকর দিকনির্দেশনা দিয়ে কোচ কী ভূমিকা রাখছেন, তা নিয়েও কথা হচ্ছে। এই ব্যাটিং ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে বিসিবি। ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান জানিয়েছেন, ক্রিকেটেও একজন ‘হামজা’ দরকার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইংল্যান্ডপ্রবাসী দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে ফুটবলে বদলে যাওয়ার স্লোগান তুলেছেন। ক্রিকেটেও এমনটা দরকার। আকরাম খান জানান, ‘নরমাল যে ক্রিকেট, সেটা হচ্ছে না। নরমাল ক্রিকেট না খেললে এখান থেকে বের হওয়া কঠিন। প্রথম সারির তিনজন ব্যাটসম্যান যে ভালো খেলবে, সেই জিনিসটা হচ্ছে নাÑ টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে যা-ই বলেন।’ ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন ওঠায় তার ব্যাপারে সিদ্ধান্ত কী হতে পারেÑ এ প্রসঙ্গে আকরাম খানের বক্তব্য, ‘এটি বোর্ডের ব্যাপার।’ অন্যদিকে, ব্যাটিং যে ভালো হচ্ছে না, তা স্বীকার করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। দল ভালো করতে না পারায় নির্বাচকদের দিকেও আঙুল তুলছেন অনেকে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!