উইম্বলডনে পুরুষ এককের সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছেন ইয়ানিক সিনার। মাত্র এক ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন ইতালিয়ান এই টেনিস তারকা। জোকোভিচের সামনে রজার ফেদেরারকে ছোঁয়ার আর মার্গারেট কোর্টকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড হাতছানি দিচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পথ হারালেন জোকোভিচ। সেন্টার কোর্টে পুরুষ এককের দ্বিতীয় সেমিফাইনালে পুরোটা সময় দ্বিতীয় সেরা হয়েই ছিলেন ৩৮ বছর বয়সি এই সার্বিয়ান টেনিস কিংবদন্তি। কখনোই লড়াইয়ে সেভাবে পারেননি প্রাণ ফেরাতে। ইতালিয়ান তারকা সিনার জয় পান ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ও একটি ইউএস ওপেন জয়ী সিনার এবারই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠলেন। ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে পুরুষ এককে সর্বোচ্চ মেজর জয়ের রেকর্ড আগে থেকেই জোকোভিচের। আর নারী ও পুরুষ মিলিয়ে রেকর্ডটা যৌথভাবে মার্গারেট কোর্ট ও জোকোভিচের। সেটাই নিজের করে নেওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছেন সার্ব তারকা। সবশেষ গ্র্যান্ড স্লাম জয়ের পর যদিও অপেক্ষা তার বেড়েই চলেছে। সবশেষ তিনি জিতেছেন ২০২৩ সালের ইউএস ওপেন। তার সামনে হাতছানি ছিল আরও এক রেকর্ডের, উইম্বলডনে কিংবদন্তি ফেদেরারের সর্বোচ্চ ৮ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসানোর। এবার অন্তত তার কিছুই হতে দিলেন না সিনার। আট বছরের মধ্যে এবারই প্রথম বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠতে পারলেন না জোকোভিচ। প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠেই শিরোপা জয়ের হাসি হাসতে হলে সিনারের পার করতে হবে কার্লোস আলকারাস বাধা। এখানে ২০২৩ ও ২০২৪ আসরসহ এখন পর্যন্ত মোট পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন এই স্প্যানিয়ার্ড। প্রথম সেমিফাইনালে টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠেন ২২ বছর বয়সি আলকারাস।
আপনার মতামত লিখুন :