হাঁটুর ইনজুরির কারণে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে খেলতে পারছেন না ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব। ইনজুরির কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে হবে ১৪তম এসএ গেমস। এই গেমস সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার।
প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। ফাতেমা জানান, ‘এসএ গেমসে খেলতে না পারলে অনেক খারাপ লাগবে। গত পাঁচ বছর ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম। এখন নদীর কিনারায় বসে আছি, অথচ নদী পার হতে পারছি না।’ এমআরআই করার পর জানা যাবে, অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না। তবে আপাতত বিশ্রামে থাকতে হবে এবং অন্তত চার মাস ফেন্সিংয়ের তরবারি হাতে তুলতে পারবেন না তিনি। অতিরিক্ত অনুশীলন ও চাপের কারণেই ইনজুরির শিকার হয়েছেন বলে জানান ফাতেমা। তিনি বলেন, ‘আমাদের তো পায়ের শক্তি দিয়েই খেলতে হয়। এ জন্যই আপাতত খেলা থেকে দূরে থাকতে হচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন