মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:২০ এএম

বাহরাইনের ম্যাচ খেলে আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:২০ এএম

বাহরাইনের ম্যাচ খেলে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সামনে এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা। ৩ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে বাংলাদেশের মিশন। স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই বাছাইপর্ব সামনে রেখে বাহরাইনে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। তবে ভিয়েতনাম মিশনের জন্য দল আত্মবিশ^াসী বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন। বাহরাইনে প্রস্তুতি শেষে আজ মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গত ১৮ ও ২২ আগস্ট দুটি ম্যাচ খেলেছে কোচ সাইফুল বারী টিটুর দল। প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ২-৪ ব্যবধানে।

প্রস্তুতি ম্যাচে দলের লক্ষ্য কেবল জয় ছিল না; দলের সব খেলোয়াড়কে বাজিয়ে নেওয়া, টিম কম্বিনেশন বোঝা ছিল কোচ টিটুর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে কোচরা সফল বলেই জানা গেছে। বাহরাইনের কোনো স্থানীয় দলের বিপক্ষে সোমবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেটি হয়নি; নিজেদের মধ্যে ভাগ হয়েই ম্যাচ খেলেন আল আমিন, শেখ মোরসালিনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী মামুন বলেন, ‘গতকাল (রোববার) রিকভারি সেশন ছিল। আগামীকাল (সোমবার) একটা ম্যাচ খেলব, কথা ছিল এখানকার কোনো লোকাল টিমের সঙ্গে খেলব। কিন্তু সেটা আমরা পাইনি; এখন আমাদের মধ্যেই ম্যাচটা খেলব।’

দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে হারলেও দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের টিম স্পিরিটের প্রশংসা করেছেন হাসান আল মামুন। সেই সঙ্গে বাহরাইন থেকে নিয়ে ফেরা আত্মবিশ্বাস ভিয়েতনামে কাজে দেবে বলে মনে করেন তিনি। মামুন বলেন, ‘সর্বশেষ ম্যাচে দেখার দরকার ছিল টিমের কম্বিনেশনটা কী। সবাইকে খেলিয়েছি, কার কী অবস্থা তা দেখেছি। সম্ভাব্য সেরা সমাধানের খুব কাছাকাছি আছি। টিম স্পিরিট খুব ভালো আছে। আশা করি, ভালো কিছু পুঁজি নিয়ে এখান থেকে দেশে ফিরব। যেটা ভিয়েতনামে কাজে দেবে।’

অন্যদিকে, ভিয়েতনাম যাওয়ার আগে বাহরাইনে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা দলের জন্য ভালো হয়েছেÑ মনে করেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোচিং স্টাফরা যেভাবে চেয়েছেন আমরা সেভাবে করেছি। সব কিছু ভালোই চলছে। (রোববার) আরেকটা সেশন করেছি, যে ম্যাচটা গেছে ওখানে যে ভুলত্রুটি ছিল, সেগুলো নিয়ে কোচরা কাজ করছেন। বাহরাইনে আরও একটি সেশন আছে, এরপর আমরা বাংলাদেশে রওনা দেব।’

এবারই প্রথম এশিয়ান কাপ বাছাই সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফুটবল ফেডারেশন। কোচ মামুন বলেন, ‘আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব, মানে বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছে দলÑ মাঠ, হোটেল, খাবার এবং ট্রেনিং ফ্যাসিলিটিস; সব কিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড।

আমার কাছে মনে হয়েছে, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।’ দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করবে অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে তারা। বাছাইপর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমেÑ ইয়েমেন ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

রূপালী বাংলাদেশ

Link copied!