মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:৪৩ পিএম

সেনাবাহিনীর টহল গাড়িকে ট্রাকের ধাক্কা, সেনা সদস্যসহ আহত ১০

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০১:৪৩ পিএম

খাদে পড়ে যাওয়া গাড়ি। ছবি- সংগৃহীত

খাদে পড়ে যাওয়া গাড়ি। ছবি- সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর টহল গাড়িকে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আট সেনাসদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর মডেল টাউনের সামনে দুর্ঘটনাটি ঘটে।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, ‘উপজেলার বাকশিমইল গ্রামে অবস্থিত সেনাবাহিনীর একটি ক্যাম্পে টহল শেষে ফিরছিল দুটি পিকআপ ভ্যান। এ সময় একটি ট্রাক পেছন থেকে একটি পিকআপকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। একই সঙ্গে ট্রাকটিও খাদে পড়ে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য এবং ট্রাকচালক ও তার সহকারী আহত হন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী সেনা হাসপাতাল (সিএমএইচ) এবং দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।

তিনি আরও জানান, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!