জর্ডানে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে ভালো খেলে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার লক্ষ্য বাংলাদেশের মেয়েদের। এরই মধ্যে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে সাইফুল বারী টিটুর দল। টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কাটতে হলে আজ তাইপের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। বাংলাদেশ সিনিয়র ফুটবল নারী দল ও অনূর্ধ্ব-২০ ফুটবল নারী দল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ইতিহাস রচনা করেছে। তাদের পথ ধরে এবার অনূর্ধ্ব-১৭ দলও ইতিহাস গড়তে চায়।
বাংলাদেশের জন্য চাইনিজ তাইপের ম্যাচটি কঠিন চ্যালেঞ্জের হবে। এরই মধ্যে জর্ডানকে ৬-১ গোলে হারিয়ে দিয়ে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে তাইপের মেয়েরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশের চেয়ে ৬২ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপে আছে ফিফা র্যাঙ্কিংয়ের ৪২তম অবস্থানে। বোঝাই যাচ্ছে, চাইনিজ তাইপেকে হারানো কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য। তবে আত্মবিশ^াসী বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের শেষ মিনিটের ভুলে গোল হজম করে সাইফুল বারীর টিটুর দল। সর্বশেষ ২০২৪ সালে চাইনিজ তাইপেকে ঘরের মাঠে মোকাবিলা করেছিল বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় হওয়া দুটি প্রীতি ম্যাচেই হেরেছিল লাল-সবুজের মেয়েরা। প্রথমটিতে ০-৪ গোলে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের ব্যবধান ছিল ০-১ গোল। শক্তিশালী চাইনিজ তাইপেকে হারিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মূল আসরে বাংলাদেশ দল খেলতে পারবে কি না, সেটি সময়ই বলে দেবে।
বাছাইয়ে তিন দলের ‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দলটি যাবে এশিয়ান কাপের মূল পর্বে। আগামী বছরের ৩০ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত চীনে গড়াবে অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতার টিকিট পেতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশের মেয়েরা। তাদের সামনে জয় ছাড়া বিকল্প নেই।