ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

নতুন মুখ মাহিদুল, ফিরলেন সৌম্য

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০২:৫৪ এএম

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। দল থেকে বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজে খেলা মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। দলে নতুন মুখ হলেন মাহিদুল ইসলাম অঙ্কন। প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন এই তরুণ। অন্যদিকে, দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। এই নিয়ে কতবার দলে ফিরলেন সৌম্য, তিনি নিজেও হয়তো বলতে পারবেন না ঠিক করে। প্রায় ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ৭৬টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সি ক্রিকেটার। সবশেষ গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে আউট হয়েছিলেন রান না করে। এর আগের ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন তিনি গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই ম্যাচে করেছিলেন ৭৩ রান। আফগানিস্তানের বিপক্ষে গত ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি ছিলেন।

কিন্তু ভিসা জটিলতায় আমিরাত যেতে পারেননি। দলে ডাক পাওয়া মাহিদুলকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের সাম্প্রতিক দুরবস্থা কাটানোর একটি পদক্ষেপ হিসেবে। ২৬ বছর বয়সি কিপার-ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে একটি টেস্ট খেলেছেন গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাহিদুলের অভিজ্ঞতা ৯৬ ম্যাচের। চার সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে ৩ হাজার রান করেছেন তিনি ৪৪.৫৩ গড়ে। সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে দুটি ম্যাচ খেলে তার রান ছিল ১০৫ ও অপরাজিত ৪২। গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ৪৩১ রান করেছিলেন তিনি প্রায় ৪৮ গড়ে। ওই আসরেই প্রাইম ব্যাংকের হয়ে ৬১.৮০ গড় ও ১২১.৮৯ স্ট্রাইক রেটে ৬১৮ রান করে আলোড়ন তুলেছিলেন নাঈম। ১১ ইনিংসে ছক্কা মেরেছিলেন ২৭টি। সেই পারফরম্যান্সেই বাংলাদেশের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা ফিরে পান বাঁহাতি ব্যাটসম্যান। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচটি দিয়েই ওয়ানডে ক্রিকেটে ফেরেন নাহিদ রানা।

প্রথম স্পেলে দারুণ গতিময় বোলিংয়ে ১৫০ কিলোমিটার ছাড়িয়েও যান, কিন্তু কার্যকর বোলিং করতে পারেননি। ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য। নবম ওভারের দুটি বল করে তিনি বেরিয়ে যান অস্বস্তির কারণে। এবার দল থেকেও ছিটকে গেলেন। পেসার একজন কমিয়ে ব্যাটসম্যান বাড়ানোয় স্কোয়াডে পেসার এখন চারজন। স্পিন আক্রমণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে যথারীতি আছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি শুরু ১৮ অক্টোবর। সব কটি ম্যাচই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন।