ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বিধ্বংসী লিভারপুল বড় জয় চেলসির

মাঠে ময়দানে ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০১:৪৫ এএম

চ্যাম্পিয়নস লিগে দুঃসময় কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইংলিশ ক্লাব লিভারপুল। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে বিধ্বংসীরূপেই দেখা গেল দলটিকে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও লিভারপুল ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্রাঙ্কফুর্টকে। জার্মান ক্লাবটির মাঠে পাওয়া জয় কোচ আর্না স্লটের দলকে সামনে আরও উজ্জীবিত রাখবে।

এদিকে বড় জয়ের পর পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে চেলসি। কোচ মারেসকার দল নিজেদের মাঠে আয়াক্সকে হারিয়েছে ৫-১ গোলে। ১৮ মিনিটে মার্ক গিউ আর ২৭ মিনিটে ময়েজেস কাইসেদোর গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ৩৩ মিনিটে আয়াক্সের হয়ে ১ গোল শোধ দেন ভাউট ভেগহোস্ট। প্রথমার্ধের শেষ দিকে আরও দুটি গোল পায় চেলসি। দুটিই পেনাল্টি থেকে। একটি করেন এনজো ফার্নান্দেজ, অন্যটি এস্তেভাও। বিরতির পর ৪৮তম মিনিটে চেলসির পঞ্চম ও শেষ গোলটি করেন তাইরিক জর্জ।

উগো একিটিকের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিমা কোনাতের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। দ্বিতীয়ার্ধে তাদের বাকি ২টি গোল করেন কোডি হাকপো ও দমিনিক সোবোসলাই। দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তাদের সমান পয়েন্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও।

ম্যাচের শুরুতে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় ফ্রাঙ্কফুর্টকে। তারাই ২৬ মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায়। ৩৫ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় ফেরে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের নিজেদের সীমানা থেকে বাড়ানো থ্রু বল ধরে, গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন একিটিকে। এগিয়ে যেতেও দেরি করেনি লিভারপুল। প্রথম গোলের চার মিনিট পর কোডি হাকপোর কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফন ডাইক। ৪৪ মিনিটে আরেকটি কর্নার পায় স্বাগতিকেরা এবং তা থেকেই হেডে ব্যবধান বাড়ান ইব্রাহিমা কোনাতে। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬ মিনিটে ভিয়েৎসের পাস ধরে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হাকপো। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম গোলটি করেন সোবোসলাই।