ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

কালীগঞ্জে নর্দমার পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নর্দমার পানিতে ডুবে এক শিশুর তাউজ মিয়া (২) নামে এক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নর সুদ্রাহবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু তাউজ মিয়া পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের খাদিমুল মিয়ার ছেলে।

তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম জানান, প্রায় এক সপ্তাহ আগে তাউজ মিয়া তার মায়ের সঙ্গে সুদ্রাহবি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। আজ তার মা নামাজে বসলে তাউজ মিয়া বাইরে চলে যায়। এ সময় খেলতে খেলতে পাশের নর্দমায় পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই নর্দমা থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।